বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

দুর্বোধ্য নারী




দুর্বোধ্য নারী
- যাযাবর জীবন


বড্ড দুর্বোধ্য নদী,
কত কত বাঁক পেরিয়ে তবেই না সাগর;
সবগুলো বাঁক তুমি দেখেছে?
নদীই কি দেখে তার পেছনের বক্ররেখা?
সে তো শুধুই বয়ে যায়
সামনের দিকে
সাগরের পানে;
আঁকাবাঁকা পেছনে ফেলে আসা বক্ররেখা দেখার সময় কোথায় তার?

নারীর বাঁক নদী থেকে কোন অংশে কম?
শরীর ও মনের;
নদীর মতই পেছন ফেরে না নারী
দেখে না অতীতের বক্ররেখা
সামনে ভবিষ্যতের হাতছানি
সামনে দুরন্ত জীবন
দুর্বোধ্য নয়? নারী;

আমি নদী দেখেছি
দেখেছি নারী,
দেখেছি তোকে দুর্বোধ্য চোখে
দুর্বোধ্যতায় তুইই বা কম কিসে?







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন