শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

মানুষের তৈরি

এই যে সূর্যটা দেখছ!

সকালে ওঠে রাঙা হয়ে, দুপুরে তেতে থাকে সাদা হয়ে 

সন্ধ্যায় আবার লাল হয় ঘুমোতে গিয়ে, 

 - এটা মানুষ তৈরি করে নি;


এই যে চাঁদটা দেখছ!

কখনো ধনুকের মত বাঁকানো, কখনো রুটির মত গোল

পূর্ণিমায় স্নিগ্ধ আলো দেয়, অমাবস্যায় অন্ধকার হয়ে যায়,  

 - ওটা মানুষ তৈরি করে নি;


এই যে নদ নদী সাগর মহাসাগর!

এই যে ভূপৃষ্ঠের অসীম জলরাশি!

এই যে হিমবাহ, এই যে জলপ্রবাহ!

 - এগুলো মানুষ তৈরি করে নি;


এই যে উঁচু নিচু ভূমি!

এই যে ছোট বড় টিলা আর সুউচ্চ বিশাল বিশাল পাহাড়! 

এই যে নান রঙের কঠিন কোমল মাটি!

 - এগুলোও মানুষ তৈরি করে নি;


এই যে লাখো উড়ন্ত পাখি!

এই যে কোটি রকম প্রাণী!

কোমল ও হিংস্র ধরণে, রঙ আর বৈচিত্র্য গড়নে; 

 - ওগুলো মানুষ তৈরি করে নি; 


এই যে অণুবীক্ষণ যন্ত্রে দেখা এক কোষী প্রাণী

ঐ যে দূরবীন যন্ত্রে দেখা কোটি তারা রাশি 

আর দৃষ্টিসীমার বাইরের সৃষ্টি সকল! 

 - ওগুলোও মানুষ তৈরি করে নি;

 


এই যে রাশি রাশি পানির সাগর আর মহাসাগর  

আর তার মাঝে বসবাসরত মৎস্য ও প্রাণীকুল! 

এই যে গ্রহ, নক্ষত্র, সৌরজগৎ আর মহাকাশ 

আর তার মাঝে বাস করা পক্ষী ও পশুকুল! 

ঐ যে উড়ন্ত ডানায় উড়ে চলা পাখি

ঐ যে বনে বাদারে ডাঙায় হিংস্র শ্বাপদকুল

এই যে ক্ষুধা! আর ক্ষুধা নিবারণের জন্য শস্যদানা

এই যে তৃষ্ণা! আর তৃষ্ণা মেটানোর জন্য পানি,   

এই যে জন্ম আর ঐ যে মৃত্যু! 

আর ঐ মানুষ নামক বুদ্ধিমান প্রাণী!

 - এর কিছুই তো মানুষ তৈরি করে নি!  

     

তবে এগুলো আসলো কোত্থেকে? 

ভাবনায় কখনো এসেছে কি?

 - নাকি মানুষ এগুলো নিয়ে কখনো ভাবেই নি! 


আচ্ছা! মানুষ কি কি তৈরি করেছে?

ওরা শস্যদানা দিয়ে রুচিকর খাবার তো বানিয়েছে!

 - শস্যদানা কি বানাতে পেরেছে?

ওরা পানিতে নানা রঙ ও উপকরণ মিশিয়ে পানিয় তো বানিয়েছে!

 - পানি কি বানাতে পেরেছে? 

ওরা রাস্তা, ঘাট বানিয়েছে, বাঁধ দিয়েছে নদীতে

 - মাটি কি বানাতে পেরেছে?  

ওরা গ্রহ, উপগ্রহ, সৌরজগৎ তো দেখেছে! 

 - সামান্য চোখটাও কি বানাতে পেরেছে?  

এত এত বুদ্ধির চর্চা করা মগজটাও তো বানাতে পারে নি

 - তবে আর কি বানিয়েছে? 


বানিয়েছে,

আরে, বানিয়েছে;


মানুষ লোভ বানিয়েছে, হিংসা বানিয়েছে, বানিয়েছে হিংস্রতা 

বানিয়েছে হানাহানি, মারামারি, কাড়াকাড়ি 

বানিয়েছে ধনী, গরীব আর সামাজিক বৈষম্য

বানিয়েছে সাদা, কালো আর বাদামী চামড়ার দল, আর বর্ণ বৈষম্য 

বানিয়েছে অর্থ, স্বার্থ আর মানুষে মানুষে বিভেদ;


মানুষ জন্ম নিয়েছে, জন্ম দেখেছে 

 - অনুভব করতে পারে নি, 

মানুষ মৃত্যু দেখেছে, মারা যাওয়ার সময় মৃত্যু যন্ত্রণায় ভুগেছে 

 - অনুভূতিটা বলে যেতে পারে নি, 

যদি পারতো! তবে পৃথিবীটা অনেক অন্যরকম হতো;


জন্ম আর মৃত্যু 

আর এর মাঝের কিছু সময় 

এটুকুই মানব জীবন 

আর কিছু নয়; 


সমস্ত সৃষ্টিকুল আর তার স্রস্টা 

 - মহান আল্লাহ্‌ তায়ালা, 

কারো কাছে ইহকালই সব, বিশ্বাসীদের পরকাল 

যাদের আছে আল্লাহ্‌র ভয়।  



১২ অক্টোবর, ২০২১


#কবিতা 


মানুষের তৈরি 

 - যাযাবর জীবন 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন