শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

মানসিকতার বদল

আমরা সহজে মানুষের দেয়া ব্যথা বেদনা ভুলতে পারি না,

মানুষ হওয়ার এই এক যন্ত্রণা;


অথচ খুব সহজেই ভুলে যাই মানুষের ভালো কাজগুলোকে

মানুষের দেয়া আনন্দগুলোকে

মানুষের দেয়া খুশিগুলোকে,

অথচ সেই একই মানুষের হাজার ভালো কাজের ভিড়ে যদি একটা কটু কথা বলে!

যদি তার একটা আচরণ আমার মনোপুত না হয়!

যদি তার কোন একটা কথায় আমার মনে রাগের উদয় হয়! দুঃখ পাই, 

জীবনের শেষ দিন পর্যন্ত সেই কথাটাকে আর ভুলতে পারি না,

আমাদের জীবন কাটে এর, ওর, তার প্রতি একটা বিবমিষা ভাব নিয়ে

কখনো বিবমিষা পরিণত হয় ঘৃণায়

শুধু কারো কোন একটি কথায়, কিংবা আচরণে

যা আমাকে ব্যথিত করেছিলো জীবনের কোন এক সময়ে;


সেই একটি কথা কিংবা আচরণ তার সমস্ত ভালো কথাগুলো

ভালো আচরণগুলো, তার সমস্ত ভালোমানুষিগুলোকে ছাপিয়ে যায়

সময়ের স্রোতে সময় গড়ায়; 


আমরা ক্ষমা করতে পারি না, 

ক্ষমা করতে পারি না মানুষের দু চারটি কথাকে

মানুষের দু চারটি কাজকে, মানুষের দু চারটি আচরণ'কে,  

অথচ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে ক্ষমা চেয়ে যাচ্ছি মহান আল্লাহ্‌ তায়ালার কাছে

আমার প্রতিদিনের হাজার ভুলের জন্য, নানা অপরাধের জন্য, জানা ও অজানা পাপের জন্য, 

তাই না? 

এভাবে কখনো ভেবেছি কি?


একবার আমরা মানসিকতা'টা একটু বদলেই দেখি না! 

একটু মানসিকতার বদলে হয়তো বদলে যেতে পারে পৃথিবী; 


আমি বলছি না একজন সন্ত্রাসী'কে ক্ষমা করে দিতে

আমি বলছি না একজন ধর্ষক'কে ক্ষমা করে দিতে 

আমি বলছি না একজন খুনিকে ক্ষমা করে দিতে,  

আমি বলছি দৈনন্দিন জীবনে যারা আমার কাছের মানুষ  

বন্ধু বান্ধব,  আত্মীয় স্বজন 

যাদের কোন কথায়, আচরণে, কাজে 

মনে আঘাত লেগেছিল 

ফলশ্রুতিতে যাদের থেকে আমরা দূরে সরে আছি,  

তাদের ভুলগুলিকে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখে, একটাবার তাদের ক্ষমা করেই দেখি না!

সম্পর্কগুলোকে সুযোগ দিলে হয়তো ভাঙা সম্পর্কগুলো আবার নতুন ভাবে জোড়া লেগে উঠবে

হয়তো নতুন সম্পর্কগুলো সেই প্রথমকার সম্পর্কগুলো থেকেও সুন্দর হয়ে উঠবে,

শুধু দরকার একটু পরিবর্তিত মন মানসিকতার

শুধু দরকার একটু ক্ষমা-সুন্দর দৃষ্টিভঙ্গির, 

তাই না? 


মন থেকে অভিমান মুছে ফেলে একবার আয়না'কে জিজ্ঞাস করেই দেখ না!

আয়না মিথ্যা বলে না। 


১৭ অক্টোবর, ২০২১


#কবিতা 


মানসিকতার বদল

 - যাযাবর জীবন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন