মানুষ মূলত দর্শনধারী,
নাকি ওটা শুধু আমিই?
প্রথম দর্শনে কাওকে ভালো না লাগলে তার প্রতি কেন জানি একটা ঋণাত্মক ধারণা মনে গেঁথে বসে,
সে যত ভালো মানুষই হোক না কেন!
কেন জানি তার প্রতি কোথাও একটা মানসিক দূরত্ব তৈরি হয়েই যায়;
আমার তো হয়,
হয়তো মানুষ হিসাবে আমি একটু নিচু মনের,
তোমাদের কারো হয় কি?
হয় না?
তবে তো তোমরা সত্যিই অনেক ভালো মানুষ;
ধ্যাত! শুধু শুধুই আমি উল্টো কথা বলছি,
আগ বাড়িয়ে আমি কারো সাথে মিশতেই পারি না! তার আবার ভালো লাগা আর মন্দ লাগা কি?
আরে নাই যদি মিশতে পারলাম তার প্রতি ধনাত্মক আর ঋণাত্মক ধারণা হবে কিভাবে?
তবে আমার ক্ষেত্রে অনেকবারই হয়েছে যে কারো সাথে প্রথম দেখায়
কেন জানি অনেকেরই আমাকে পছন্দ হয় নি,
অপছন্দের একটা আলাদা দৃষ্টি আছে
- আমার দৃষ্টিশক্তিটা হয়তো শকুনের থেকেও তীব্র,
অপছন্দের আছে অন্যরকম একটা ঘ্রাণ
- আমার ঘ্রাণেন্দ্রিয় হয়তো কুকুরের থেকেও প্রবল,
সেসব ক্ষেত্রে আমি সাধারণত চুপ হয়ে যাই, কিংবা একটু তফাতে সরে যাই;
অনেকেই পছন্দ আর অপছন্দ বুঝতে পারে না
তারা কলকল করে যেতেই থাকে,
কারও বিরক্তির উদ্রেক হলো কি হলো না তাতে যেন তাদের কিছুই যায় আসে না
আমি মাঝে মধ্যে ভাবি, আমার অনুভূতিগুলো তাদের মত হলে হয়তো খারাপ হতো না,
অন্তত সাবলীল ভাবে মানুষের সাথে তো মিশতে পারতাম!
তীক্ষ্ণ অনুভূতি সম্পন্ন মানুষগুলো সহজে মিশতে পারে না।
১৮ অক্টোবর, ২০২১
#কবিতা
দর্শনধারী
- যাযাবর জীবন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন