শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

ঈর্ষান্বিত প্রেম

চুড়ি তোর হাতে, ঈর্ষান্বিত আমি 

তোকে নূপুর পায়ে দেখি, আমি ঈর্ষায় জ্বলি  

তোর কপালে টিপ, ঈর্ষান্বিত মন 

ওরা কেন তোকে ছুঁয়ে দেয়? যখন তখন! 


সেদিন তুই নীল জামাটা পড়েছিলি

ঈর্ষায় নীল হয়েছিলাম আমি,  

ঐ যে ওদিন! লাল শাড়ির আঁচল টেনে দিলি

আমার ঈর্ষায় লাল হয়ে যাওয়া মুখটা খেয়াল করেছিলি?

 

যখনই তুই সেঁজেগুজে আয়নার সামনে দাঁড়াস

আয়নাকে আমার বড্ড হিংসে হয় 

হিংসে হয় আমার বৃষ্টি'কে যখন তোকে ভিজায়

হিংসে হয় বাতাস'কে যখন তোর চুল ওড়ায়; 


অথচ ওগুলোর একটাও আমি হতে পারব না, 

তাহলে পারব কি? আরে আমি তো হয়েই আছি!

প্রেমিক হলে সেগুলোর একটাও হতে হয় না

শুধু ঈর্ষা করতে হয়, যেগুলো তোকে ছুঁয়ে ছুঁয়ে যায়। 


১৯ অক্টোবর, ২০২১


#কবিতা


ঈর্ষান্বিত প্রেম 

 - যাযাবর জীবন 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন