শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

ঝড় সয়ে সয়ে

মানুষ হওয়ার সবচেয়ে বড় যন্ত্রণা কি জানো? 

যাদের কাছ থেকে সবচেয়ে বড় বড় আঘাত পেয়েছ তাদের সাথেই কথা বলতে হয় হাসি মুখে

তাদের সাথেই বসবাস করতে হয়, সকলের সামনে ভাব ধরে সুখে;  

খুব বিপরীত ধর্মী একটা অবস্থা, তাই না? 

কি করবে? মানুষ হওয়ার যন্ত্রণা; 


মানুষ সবচেয়ে বেশি আঘাত পায় কার কাছে থেকে জানো?

একদম একান্ত আপন জনদের কাছ থেকে,

বাবা-মা পায় সন্তানের কাছে থেকে আর সন্তান পায় বাবা-মায়ের কাছ থেকে  

আর না হয় স্বামী পায় স্ত্রী থেকে অথবা স্ত্রী পায় স্বামী থেকে 

আর ভাই বোন? এদের তো জন্মই হয়েছে আঘাত দিতে;


মানুষ সবচেয়ে বেশি আঘাত পায় কিসে জানো?

যখন এই খুব আপন জনে'রা, রক্তের সম্পর্কগুলো আঘাত হানে মনে 

তুচ্ছ অর্থ আর স্বার্থের জন্য 

সম্পত্তি? সে তো রক্তের সম্পর্কে রক্তারক্তি কাণ্ড;


বাবা-মা'য়ের মধ্যে খুব অল্প সংখ্যক আছে কষ্ট দেন সন্তানদের, তবে আছে 

কিন্তু আজকাল বাবা-মা'কে কষ্ট দেওয়া সন্তান যেন ঘরে ঘরে,  

এই তো কিছুদিন আগেও বৃদ্ধাশ্রম ছিলো আলোচনার বিষয়  

আর আজকাল! পরিণত হয়েছে ব্যবসায় 

হবেই বা না কেন? 

বৃদ্ধ বাবা-মা'কে ঘরে না রেখে ওখানে রাখলে ঘরের শান্তি বজায় থাকে যে; 

     

ঘরের শান্তির কথা আসতেই চলে আসে স্বামী-স্ত্রীর কথা 

এই তো মাত্র কিছুদিন আগেও, আমাদের বাবা-মায়েদের আমলে   

স্বামী-স্ত্রী বলতেই দুজনার মতের মিল, স্বামী-স্ত্রী বলতেই পরিবার 

স্বামী-স্ত্রী বলতেই বন্ধন, স্বামী-স্ত্রী মানেই সুখের ঘর, শান্তির আশ্রয়;  


আর আজকাল! 

যদিও চিরকালই স্বামী-স্ত্রী মিলেই পরিবার,

তবুও ইদানীং যেন স্বামী-স্ত্রী'তে মতের অমিল ঘরে ঘরে 

মতের অমিল থেকেই হয়তো ঘর বিমুখতা 

হয়তো সেখান থেকেই পরকীয়ার সূত্রপাত, তারপর নিত্য অশান্তি  

বেশীরভাগ ক্ষেত্রেই সন্তানদের দিকে তাকিয়ে কোন একজনকে মেনে নিতে হয়

মানিয়ে চলতে হয়, মানিয়ে চলায় দাম্পত্যের মাধুর্যতা কোথায়?   

আর তা না হয় বিবাহ বিচ্ছেদ তো হরেদরে,

যেটা দিয়ে শুরু করেছিলাম!

এই সব আপনজনের কাছ থেকে আঘাতে পেয়েও আমাদের মানিয়ে চলতে হচ্ছে ঘরে ঘরে

অশান্তির চরমে বাস করেও সবার সামনে ভাব ধরে থাকতে হয় মুখে মেকি হাসি ধরে;


এটা মানুষ হওয়ার যন্ত্রণা,  

মনে এক আর মুখে এক, সংসারে বাধ্য হয়ে  

আমরা বৈপরীত্যের এক জীবন কাটিয়ে দিচ্ছি মনে অশান্তির ঝড় সয়ে সয়ে। 


১৮ অক্টোবর, ২০২১


#কবিতা 


ঝড় সয়ে সয়ে

 - যাযাবর জীবন 


   


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন