রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

রঙের সংসার

শুধু কি রং মেখেই সং সাজতে হয়?

রং না মেখে সং সাজা যায় না? 


কেউ রং মেখে সং সাজে, কেউ না মেখে;  

রং না মেখে সং সাজা কেমন?

মানুষগুলোকে দেখ, 

এদের কান্না চেপে হাসতে হয়

কখনো হাসতে হাসতে কাঁদতে হয়

ঐ যে ওদিকে ওরা! 

ওদের হাসিখুশি মুখ দেখে কে বলবে মনে একরাশ বেদনা সয়? 

মানুষ হওয়ার বড় যন্ত্রণা হলো মুখোশ-হীন এক মুখোশ মুখে চলতে হয়; 


মানুষকে রং না মেখেও কেন সং সাজতে হয়?

সংসার কথা কয়; 


সংসার এক বড্ড আজব জায়গা,

এখানে অনেকগুলো মানুষ রয়

আর মানুষ মাত্রই আঘাত দেয় 

আঘাত পেলেই জানা হয়; 

এখানে বাবা-মা রয়, রয় স্বামী-স্ত্রী

ভাই-বোন, সন্তান সন্ততি 

এরা কি আপন নয়? তবুও মনে কি যেন এক ভয় 

সংসারে মানুষগুলো এদের থেকেই বড় বড় আঘাতগুলো সয়;


তবুও মানুষ রং না মেখেও সং সাজে

সংসারে সং সেজে ঢং করে, হাসিখুশি থাকার, ভালো থাকার 

ভেতরে অভাব কথা কয়, স্বার্থ কথা কয়, কান্না কথা কয় 

বাইরের মানুষ কি করে জানবে একটা সংসারে কি হয়? 


৩০ অক্টোবর, ২০২১


#কবিতা 


রঙের সংসার 

 - যাযাবর জীবন  


     

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন