শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

বন ডাকে মন

একটু ছুটি মানেই কোথাও একটু অবসর

একটুকু দম নিতে তাই ঘরের বাইরে ঘর  

সবুজ বন ডাকে, ডাকে সতেজ বাতাস

কাশবন নাচে আর দিগন্ত নীল আকাশ,  


বনে বানর ছিলো আর ছিলো কিছু হরিণ

ছিলো রাঙা প্রজাপতি আর কিছু ফড়িং

সাপ আর গুইসাপের ছিলো কিছু ভয়

একলা বনে হাঁটতে গেলেই মনে সংশয়, 


বনে বাঘের ভয়, তবুও চোখ খোঁজে তাকে

কোথায় লুকিয়ে আছে, কোন গাছের ফাঁকে? 

পানির কুমির, কাদায় শুয়ে থাকে ডাঙায়

একটু ছুটি পেলেই, বন ডাকে আমায়,  

 

বন ডাকলেই কেমন জানি ছুটি ছুটি করে মন 

সময়টা বের করেই বনে ছুট দেই তখন  

কদিন বনে কাটিয়ে ছুটি শেষে ঘরে ফেরা

ওখানে বেশ ছিলাম, ছিলো না কাজের তাড়া,  

 

পশুপাখির সাথে মিশে বেশ কাটিয়ে দিলাম 

জঙ্গলে গিয়ে কিছুটা কি জংলী হয়েছিলাম?   

এবার ঘরে ফেরার পালা, চল মন ঘরে চল

আর দিনরাত ইট-কাঠের সাথে কথা বল।   


  

১১ অক্টোবর, ২০২১


#কবিতা 


বন ডাকে মন 

 - যাযাবর জীবন


 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন