আধার রাত
নিঃশব্দ চারিধার
নিস্তব্ধ প্রকৃতি
আমার একা একা পথ চলা
ক্লান্ত পরিশ্রান্ত
আর কতকাল এ পথ চলতে হবে একা
আর কতদুর পথ গেলে পাব তোমার দেখা
পথের কি শেষ নেই
বা রজনীর?
জান?
আজ চাঁদটাও কেন জানি মুখ লুকিয়েছে
লজ্জাবতী নারীর মত
ঠিক যেমন লুকিয়েছিলে প্রথম মিলনে
আমার বুকের মাঝে তুমি
অমাবস্যার অন্ধকারে পথে আমি একা
হাত ধরার কেও নাই আজ তোমার মত করে
আর কতকাল
কতকাল একা পথচলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন