শুক্রবার, ২ জুলাই, ২০১০

ভালোবাসার পাপ


সেই ছোটবেলা থেকে
বোকার মত চাঁদ টাকে ধরতে গিয়েছিলাম
ভালোবেসে
তখনো বুঝতাম না যে বামন হয়ে
চাঁদ ধরা যায় না
সেই থেকে ভালোবেসেছিলাম চাঁদনিটুকু
এখনো বোকাই রয়ে গেলাম আমি
চাঁদনি কি আর ধরা ছোঁয়া যায়?
তবুও গায়ে মেখে চলেছি চাঁদের আলো
প্রতি জ্যোৎস্নায়
যদি ভালোবাসার পাপটুকু কাটা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন