শনিবার, ৩ জুলাই, ২০১০

তুমি আর আমি, আর যাপিত জীবন

তুমি হীনা প্রতিদিন
কস্টের রাতগুলি আর
কোনমতে পার করা যাপিত জীবন,
কল্পবিলাশে স্বপ্নেরও মাঝে
বেচে আছি আজো, দুরাশা বুকে নিয়ে
কোন একদিন তুমি ফিরে আসবে বলে।
আজ আমরা দুজনে দুইমেরুর বাসিন্দা
কিংবা বলতে পার দুই ভুবনের
তোমার ভুবন রাঙা আজ রংধনুর রঙে
আমারটা না হয় করে দিয়ে গেছ অমাবস্যার কালো ।

তবু কেন জানি সেই দিনগুলির কথা মনে পরে আজো
যখন তুমি ছিলে পাশে হাতে রাখি হাত
আর নিয়েগিয়েছিলে আমায় রঙিন স্বপ্নের দেশে
বুনতে শিখিয়েছিলে স্বপ্নজাল
গুনগুনিয়ে গান শুনিয়ে।
আজ আর কোন স্বপ্ন দেখি না আমি
শুধু তারা গুনি আকাশে আমার কস্টেরও রাতে
যখন জ্যোৎস্না আলো ছড়ায় ভুবন আলো করে
চাঁদের দিকে তাকিয়ে তোমার মুখখানি দেখি কল্পবিলাশে।

যখন বৃস্টি পড়ে আমার কান্না কি অশ্রুহয়ে ঝরে?
একটিবার বারিধারা দেখ চেখে
পুরনো মানুষের নোনা অস্রুর স্বাদ পাও কি না মুখে
জোস্নার আলোটুকু দেখো মেখে দেখ গায়ে
পুরানো মানুষের গায়ের গন্ধ পাও কিনা আবেশে।

আজো আমি তোমারই আছি, সেদিনও ছিলেম যেমন তোমার পাশে
শুধু দূরত্ব কিছু সময়ের আর একটি ভুবনের মাঝে
যে ভুবনে তুমি বেচে আছা আর
আমাকে ঠেলে দিয়েছ অন্যভুবনের কাছে
যেখান থেকে আর ফেরা হয় না কোনদিনও
নিয়ে এসেছি এখানে আমি তোমার যত স্বপ্নগুলো
এভুবনে অনেক আদরে, তোমার আদলে তোমাকে বানাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন