আমি গড়েছিলাম মাটির ঘর
থাকব বলে তোমায় নিয়ে
তুমি গড়িয়েছিলে বালির প্রাসাদ
ভালোবাসার কথা বলে
সইল না তোমার -
চলে গেলে কাঁচের প্রাসাদ পিছু
ভালোবাসা ফেলে দিয়ে
মাটির ঘরখানা পূড়ছে অনলে
তুমি নাই বলে শুন্যতায় দহনে
মাটির ঘর না হ্রদয় কুঠোর
ভেঙ্গে পড়ছে তাসের ঘরের মত করে
আর পাহারায় আমি একা দুয়ারে দাড়ায়ে দেখি
দহনের চিতাগ্নি
ঘরের না হ্রদয়ের কার জানি।
কেন এমন হয়?
এমন না হলেই কি নয়
এক এক করে গাঁথা মালা থেকে
একটি একটি করে ফুল পরে ঝরে
পড়ে থাকে সুতোটা একা
শুন্য হয়ে, শুন্যতা ঘিরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন