না বলা কিছু কথা থাকে
না চাওয়া কিছু পাওয়া
না পাওয়া কিছু বেদনা থাকে
শুধু হ্রদয় ছুয়ে যাওয়া।
না লিখা কিছু কবিতা আছে
না লিখা কিছু গান
না গাওয়া কিছু সুর আছে
শুধু অনুভবে ভরে প্রান।
না বলে কিছু রাত আসে
অন্ধকারের ওপার থেকে
না বলা কিছু কস্ট নিয়ে
অন্ধকারে টেনে নিতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন