কখনো দেখিনি তারে সাদাকালো শাড়ি তে
মীনায় আকা এক কালো টিপ পরে
সাঁঝের বেলায় বসে নিরালায়
বোবা কান্নায় পথ চেয়ে হায়
পথ পানে পথ চায়।
কখনো দেখিনি তারে জ্যোৎস্নারও হাত ধরে
হেঁটে যেতে বালুকা বেলায়
পিছু ফেলা হেঁটে যাওয়া
পদচিহ্নগুলি সব ধুয়ে নিয়ে যায়
সৈকতের ওই জলরাশি সব
আশা নিরাশায় ।
কখনো দেখিনি তারে ধুঁ ধুঁ বালি প্রান্তরে
ফেলিয়া আঁচলখানি
ধুলিমাখা পথ ধরি
আনমনে হেটে চলা
আর ধুসর কুয়াশা আড়াল করে
তার মেলা আঁচলের ঘসে চলা
পথ চিহ্নটুকু ।
শুধু দেখেছি তারে আমি
নীল স্বপ্নেরও ঘোরে
বন জ্যোৎস্নার ছায়া অন্ধকারে
ছায়া ছায়া স্বপ্নময় আলেয়ার মত;
হারিয়ে ফেলেছিলাম শুধু
হাত বাড়িয়েছিলাম বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন