মঙ্গলবার, ৬ জুলাই, ২০১০

খেলা

খেলায় মশগুল ধরাচল
কখনো ক্রিকেট কখনো হকি
কখনো বা ফুটবল

একদিকে খেলছ নিয়ে তুমি আমায়
রাগে বা অনুরাগে
আর একদিকে খেলছে আমায় নিয়ে বিধাতা
নিত্য এ বিশ্ব চরাচরে।

দিনে দিনে দিন কেটে যায়
যুগে যুগে যুগ
আমাকে স্হির হতে দেয়া না কোথাও
খেলায় মগ্ন ওই সময়েরও কাল।

সব ছেড়ে মন চায় উড়ে যেতে
ওই জ্যোৎস্নারও কাছে
সেখানেও মেঘের ভেলা
খেলা করে মোর সাথে।

আজ আমি ক্লান্ত তোমাদের খেলার পুতুল হয়ে
তুমি, চাঁদ আর জ্যোৎস্না খেলেছ আমায় ঘিরে
আর বিধাতাও খেলা করে মোর সাথে
সময়ের পথ ধরে,
নিয়ে চলে আমায় অসীম অন্ধকারে যুগে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন