রবিবার, ১১ জুলাই, ২০১০

চাওয়া পাওয়া

একটি করে গোলাপ ফোটে
একটি ভ্রমর আসি
একটু করে চুমুক মারে
একটি ফুলে বসি

একটি দুটি প্রেমের গল্প
তর্ক অভিমান
ছেড়া ছেড়া স্বপ্ন আমার
মধুর তোমার গান

স্বপ্ন সে হোক সাদা কালো
জীবনটা হোক রাঙ্গা
জীবন গড়ি সাত সুরেতে
তাল যেন না হয় ভাঙ্গা

ভালোবাসায় কস্ট বড়
দুঃখ অনেকটুক
সইতে পারলে দুঃখটুকু
হবে জীবন সুখ

পেলাম তোমায় অনেক কস্টে
অনেক রাতের পরে
ইচ্ছে করে বুকের ভিতর
জড়িয়ে আদর করে

বুকের ভেতর মুখ লুকিয়ে
লজ্জাবতী হাসি
জড়িয়ে ধরে বললে আমায়
তোমায় ভালোবাসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন