আচ্ছা তুমি ঘুমাও নি কেন এখনো
রাত কত হয়েছে সে খেয়াল আছে?
রাত জাগা পাখি নও তুমি
নও রাতের আকাশের ওই শুকতারা
যে আমার সাথে সাথে জেগে থাকবে
আর শুনবে আমার দুঃখগাথা
যখন আমি আনমনে গাইতে থাকব
ওই নীহিলাসুরের গান গুলি।
তুমি তো দেখতে পারবে না আমার সাথে সাথে
তোমার প্রতিচ্ছবি আমার কল্পনায়
যখন চেয়ে রব নীল জ্যোৎস্নার পানে
আর অলীক কল্পনায় তোমার মুখছবি আকব।
তবুও তুমি কেন জেগে রও আমার সাথে
সারারাত শুধু সাথ দিতে দূর হতে
আর কস্ট কস্ট ভালোবাসায় কস্ট পাও
ভাসিয়ে আমায় কস্ট সাগরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন