রবিবার, ৪ জুলাই, ২০১০

হ্রদয়ে ক্ষরণ

অনেক ভালোবেসে তোমার জন্য গোলাপ তুলে এনেছিলাম
এইতো সেদিনও, তুমি গোলাপ ভালোবাসতে বলে;
কাঁটার আচরে আমার হাত রক্তাক্ত হয়েছিল একটুকু
তুমি এমন ভাবে উঁফ করে উঠে আমায় জড়িয়ে ধরেছিলে
যেন আমার হাতে নয় তোমার হ্রদয়ে আঁচর পড়েছিল
সেদিনগুলি ছিল যেন আমার বসন্তকাল
আজো মনে ধরে আছি সেই বসন্তের স্মৃতিগুলো।

আজ কোকিলের কুহুডাক ধ্বনি থেমে গেছে
ঝরাপাতাগুলো হয়েছে বিবর্ণ
আমার বসন্তের দিন যেন বিদায় নিয়েছে সন্তর্পনে
যেদিন থেকে অভিমানে তুমি সরে গেছে দূরে;

এখন প্রতিরাতে রক্তাক্ত হয় হ্রদয় আমার
তোমার প্রতিক্ষার প্রহর গুনে গুনে
শুধুই জর্জরিত হই তোমার উপেক্ষার আঘাতগুলি বুকে ধরে
ক্ষরণটুকু বুঝতে কি পার অনুভবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন