সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

নিমিত্ত



নিমিত্ত
- যাযাবর জীবন

শারীরিক অতৃপ্তিতেই বেশিরভাগ নারী অন্য পুরুষে আসক্ত
নারী দেখলেই ছোক ছোক, পুরুষের স্বভাবগত চরিত্র
পরকীয়া পুরোটাই শরীর নির্ভর
ভালোবাসা কেবলই নিমিত্ত।



মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

অনুভব



অনুভব
- যাযাবর জীবন

অনুভূতি ভালো লাগার
অনুভব ভালোবাসার
সেদিনও যেমন ছিল
আজো আছে তেমনি,
আছিস তুই
এখনো বেঁচে আছি আমি;

মানুষ একই থাকে
শুধু বদলে যায় সময়
সময়ের সাথে সাথে বদলায় চাহিদা
শরীর ও মনের,
আর বদলায় মানুষের বাহ্যিক অবয়ব;

অনুভূতিগুলো একই রকম থাকে
একই রকম থাকে ভালোবাসার অনুভব।



বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

পতন


পতন
- যাযাবর জীবন

বৃষ্টি ভিজছে বৃষ্টিতে
তুই আমাতে
আমি তোতে;
ভেজা রাস্তায় পা পেছলানোর ভয় তো থাকেই
থাকে ভেজা হৃদয়ে মন পেছলানোর ভয়;
তবুও হাঁটা বন্ধ হয়েছিল কবে, কার, কোথায়?
কিংবা হৃদয় পুড়তে ভালোবাসায়।


সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

কথা



কথা
- যাযাবর জীবন

নিত্যদিনের খাওয়া পরা আর ঘুম মিশে আছে অভ্যেসে
সাদাকালো স্বপ্ন রাতে ঘুমের আবেশে
তুই আসলেই স্বপ্নগুলো রঙ্গিন;
প্রতিদিন কিছু লিখতেই হবে এমন কোন কথা নেই
তবে প্রতিদিন তোকে ভালোবাসতেই হবে আমার
ঘুমে বা জাগরণে
কথা দিয়েছিলাম নিজেকে;

আমি কথা রাখতে জানি।



শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

খোঁজ



খোঁজ
- যাযাবর জীবন

খাতা কলমের দিন শেষ হয়েছে
তবুও নেট এর বদৌলতে অনলাইনে থেকে
আজকাল সাহিত্যের চর্চা চতুর্দিকে;
কেও কবিতা লিখে
কেও গল্প
কেও ব্লগ
কেও বা শুধুই তার নিজের জীবনী,
ইদানীংকালে প্রায় সকলেই লেখক
সকলেই কবি
আর বাকি বাঁচোয়া কিছু প্রেমিক প্রেমিকা,
আজকাল প্রায় সকলেই সাহিত্যিক;
মানুষ কোথায়?
আমি সাহিত্য বুঝি না
দুটো মনের কথা বলার জন্য
আমি মানুষ খুঁজি।

তিনবেলা পেট পুজোর পরে
কিবা রাস্তাঘাট কিবা ঘরে
আজকাল রাজনীতির চর্চা চতুর্দিক;
অফিস আদালত আর বাড়ি ফেরার পথে
সিগারেটের ধোঁয়ায় কিংবা চায়ের কাপে
ইদানীং রাজনীতির তুবড়ি ছোটে
সবারই মুখ ফুটে,
এখনকার দিনে কেও বিএনপি
কেও আওয়ামীলীগ
আর সুশীলের ভাষায় বাকি বাঁচোয়া প্রায় সকলেই রাজাকার,
আজকাল সবাই রাজনীতিবিদ;
মানুষ কোথায়?
আমি রাজনীতি বুঝি না
দুটো মনের কথা বলার জন্য
আমি মানুষ খুঁজি।


বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

প্রহরগুলো মনখারাপের



প্রহরগুলো মনখারাপের
- যাযাবর জীবন

দুপুরের এলোমেলো রোদে
গলা কষ্টগুলো কালো পিচের রাস্তায়
রেলের কু ঝিকের সাথে
ঘরে ফেরা পাখি বিকেলের ডানায়
বিষণ্ণতার ছায়া মনে সন্ধ্যে নামায়;
জেগে থাকে অন্ধকার
জেগে থাকি আমি
জাগে নির্ঘুম রাত;
খুব মাঝে মাঝে আমাদের সাথে সঙ্গী হয়
জ্যোৎস্না ও কিছু জোনাক।

তুই অন্ধকার হওয়ার পর থেকে
এখন আর কবিতা লিখতেও ভালো লাগে না।



মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

অমিল


অমিল
- যাযাবর জীবন

আমার সাথে মিলবে না তোর কিছুতেই
না চিন্তায় না চেতনায়
না ভাবে না অনুভবে
না ভালোবাসায় না অনুভূতিতে;
তোর বেদনা আকাশ নীল
আমি ক্ষরণে দেখি লাল,
তুই শোকে কালো রঙ পরিস
আমার মনে প্রশ্ন, বৈধব্যের রঙ সাদা কেন?

আমার সাথে মেলে না কারো,
মিলবে না তোরও।


শনিবার, ৮ আগস্ট, ২০১৫

ভালোবাসাবাসি



ভালোবাসাবাসি
- যাযাবর জীবন

প্রেম প্রেম গন্ধ তোর ঠোঁটের ফাঁকে ফাঁকে
হৃদয়ে ভালোবাসার বাসি গন্ধে রাতের প্রহর কাটে
কি আশ্চর্য! এখনো মনেতে প্রেম আসে?
তোর, আমার; দুজনারই দুজনাতে;
আমরা আজো কারণ ছাড়াই সারারাত জেগে থাকি
দুজনা দুজনাতে মেতে,
হ্যাঁরে!
আমাদের ভালোবাসার কত যুগ পার হয়েছে?


ভাগাভাগি



ভাগাভাগি
- যাযাবর জীবন

শিহরণ তো চুম্বনেই জাগে, কিংবা কামে
প্রেমে তো শুধুই ক্ষরণ
দুমড়ে মুচড়ে ভেঙ্গেচুরে হৃদয়ে অশ্রু নামে;

কিছু মন ভেজে বৃষ্টিতে
আঁধারে জড়ায় রাত্রি
কারো চোখ ভেজে কান্নাতে
কেও ওপারের যাত্রী

পথের শেষ মাথায় এসে পথ ফুরিয়ে গেলে
আমার শবে কিছুদিন না হয় কাঁদবি
তারপর হাসি খেলায়, চাঁদ সূর্যে আবার ভালোবাসবি;

ভালোবাসার জন্মই হয়
হৃদয়ের চোরা ফাঁদে
জ্যোৎস্নারও মৃত্যু হয়
অমাবস্যার কালো চাঁদে

শিহরণ ছিল সেদিন সবই তোর
প্রেমটুকু দিয়েছিলি আমার ভাগে
সেদিনই আমারও মৃত্যু হয়েছিলো
আলোকিত জ্যোৎস্নার আগে।


দুপুরের মন খারাপ


দুপুরের মন খারাপ
- যাযাবর জীবন

তপ্ত রোদে পুড়ছে দুপুর, মন তুই এবার ঘরে চল
মনটা আজ তোতে ভেজা, চাইছে মন তোর হাতের একফোঁটা জল;
আজ মন পুড়ছে তোতে, একবার তুই ঘরে আয়
হৃদয় উঠোন জুড়ে, শূন্যতার হাহাকার ছায়,
ঘরটা ঠিক তেমনি আছে, তুই ছাড়া বাকি আর সবই
খুব ইচ্ছে করছে তোকে ছোঁয়ার, একটু আমায় ছুঁবি?
রোদ পড়ে এসেছে, বিকেল হলো বলে; এবার তো তুই ঘরে চল
অন্ধকার নামার আগে, একবার তুই ভালোবাসার কথা বল।


বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫

বদল



বদল
- যাযাবর জীবন

সময় বদলায়
বদলায় মানুষ অবয়বে,
বদলায় কি মানুষ ভেতর থেকে?

সময়ের সাথে বদলায় চেহারা
কালো থেকে সাদা হয় দাঁড়ি
ঘন থেকে পাতলা হতে হতে পড়ে যায় চুলগুলো সব নিয়ে আড়ি,
টান টান চামড়ায় বয়সের ভাঁজ পড়ে
কালে কালে কুঁচকে রূপ নেয় থুরথুরে
পড়ে যায় দাঁত সহসাই টুপ করে
কখনোবা ঝুলে থাকে মাড়িতে নড়বড়ে
বদলায় মানুষের অবয়ব শুধুই বাইরে
বদলায় কি মানুষ, চরিত্রে ভেতরে?

সম্পর্ক বদলায়
বদলায় চারিপাশের চরিত্রগুলো স্বার্থে,
বদলায় কি মানুষ ভেতর থেকে?

সময়ের সাথে বদলায় সম্পর্কের ধরণ
সাদা থেকে কালো হয় শুধুই স্বার্থের কারণ,
সময়ের সাথে সাথে মূল্য বাড়ে টাকার
পারে না মানুষ তার লোভী চেহারা ঢাকার
লোভীদের পাল্লা এ জগতে নির্লোভীদের থেকে ভারী
স্বার্থ গুলো সব মধুর সম্পর্কে টানে আড়ি
লোভের ফাঁদে মানুষ যখন হয় শয়তান
কে তখন বাবা-মা, ভাই-বোন; কে'বা সন্তান
বদলায় সম্পর্ক সময়ের সাথে সাথে
স্বার্থ যেখানেই থাবা গেঁড়ে বসে থাকে।

সময়ের সাথে সাথে বদলায় মানুষের বাইরের রূপ
স্বার্থের আঁচড়ে বদলে দেয় মানুষকেই আমূল
বদলায় মানুষের বাইরের অবয়ব কালের স্রোতে
মানুষই বদলে যায় স্বার্থের নৌকোয় চাপলে, ভেতর থেকে।





বুধবার, ৫ আগস্ট, ২০১৫

দাগ



দাগ
- যাযাবর জীবন

সম্পর্ক কি আর সবার সাথে সমান হয়?
ভার্চুয়াল কিংবা বাস্তবে;
দাগ কাটতে পারে কজন হৃদয়ে?

পেছন ফিরলেই সবাই ঠোকর মারে
সাপ বিচ্ছুতে কখনো পথ কাটে, কখনো পা
একটু অসাবধান হলে,
এই তো মাত্র কিছুদিন আগে
বন্ধুত্বের রূপ ধরে
পেঁচিয়ে ছিল যারা সারা গা,
একটু বিশ্বাস করতেই গলায় চাপ অনুভব
স্বার্থের কালো হাতে
এরাও কিন্তু দাগ কাটে, হৃদয়ে;

অনেক কালো দাগের ভীরে
চক পাউডারে সাদা দাগ পড়ে হৃদয়ে
খুব মাঝে মাঝে
যখন তোর মত কেও আসে জীবনে;

অমাবস্যা হৃদয়ে দু একটি সাদা সম্পর্ক জ্বলজ্বল করে বলেই
বেঁচে থাকাটা সহনীয়
বাস্তবে কিংবা ভার্চুয়ালে।



সাধ



সাধ
- যাযাবর জীবন

পাখিই ওড়ে।
কে বলেছে উড়তেই হবে মানুষ'কে পাখি হয়ে
ডানা ভেঙ্গে,
ওপরে তাকালেই দেখা যায় আকাশ
উড়তে জানলেই কি আর চাঁদ ধরা যায়?

সাঁতার শেখার দরকার হয় না মাছেদের
পানি না খেয়ে মানুষ সাঁতার শিখেছে কবে?
তুই জলাধারের অর্ধেক খালি দেখিস
অর্ধেক ভরা অংশে আমার ডুব সাঁতার;
সবাই কি আর সাঁতার জানে?

প্রেমের নেশায় ভালোবাসার পানপাত্রে চুমুক দিতে চায় সবাই
প্রেম চাখে শুধুই প্রেমিকে
দহনে কিংবা মিলনে।

কিছু সাধ পুরণ হয় কিছু হয় না
জীবন থেমে থাকে না;
শুধু মানুষই পারে অতৃপ্তির স্বাদ নিতে।




মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

অন্ধত্ব



অন্ধত্ব
- যাযাবর জীবন

মনে কিছু কিছু পুরনো স্মৃতিদের ভিড়
কড়ানাড়া যাতনারা মনঘরে অস্থির;
ইন্দ্রিয়গুলোর কপাট করে দিয়ে বন্ধ
আমি একা বসে থাকি তোর তরে মনঘরে
উফফ! বড্ড গুমোট, দম বন্ধ
তালপাখা তোর হাতে ঘুড়েঘুড়ে নড়েচড়ে,
মনচোখ বুঁজে রেখে তোতে আমি অন্ধ
আমার মন বন্ধ, মন বন্ধ;

চোখ খুললেই ধ্বক করে চোখে চেনা মুখ
মন খুললেই তোর তরে ভালোবাসার অসুখ;
কিছু পুরনো স্মৃতি
কিছু না লেখা চিঠি
তোকে ভাবলেই তুই কবিতা
সাদা কালির আঁকিঝুঁকিতে ভরি সাদা খাতা,
ছাপা হতেই হবে এমন কি আছে কথা?
মুখে বললেই কি হয়ে যায় ভালোবাসা?
মনচোখ বুজে রেখেও আমি তোতে অন্ধ
আমার মন বন্ধ,
শুধু তোতে'ই
শুধুই তোতে
আমার মন বন্ধ।

স্পর্শ



স্পর্শ
- যাযাবর জীবন

একটুখানি ছোঁয়া
একটু আদর
কি এক অনুভূতি
ভালোলাগার অনুভব;
একটু দূরে, হৃদয় হতে
বিষণ্ণতা, মন খারাপ
সে ও তো অনুভূতি
সেটাও অনুভব।

পার্থক্য আকাশ জমিন
পার্থক্য দিন আর রাত
পার্থক্য আলো আঁধার
পার্থক্য মনের
ভালো আর খারাপ,
যখনই দূরত্ব
দেহ আর মনের
যখনই দূরত্ব
তোর আর আমার;

স্পর্শে অনুভব
স্পর্শে অনুভূতি
স্পর্শে কাছে থাকা
স্পর্শে ভালোবাসা,
তোর আর আমার।