মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

স্পর্শ



স্পর্শ
- যাযাবর জীবন

একটুখানি ছোঁয়া
একটু আদর
কি এক অনুভূতি
ভালোলাগার অনুভব;
একটু দূরে, হৃদয় হতে
বিষণ্ণতা, মন খারাপ
সে ও তো অনুভূতি
সেটাও অনুভব।

পার্থক্য আকাশ জমিন
পার্থক্য দিন আর রাত
পার্থক্য আলো আঁধার
পার্থক্য মনের
ভালো আর খারাপ,
যখনই দূরত্ব
দেহ আর মনের
যখনই দূরত্ব
তোর আর আমার;

স্পর্শে অনুভব
স্পর্শে অনুভূতি
স্পর্শে কাছে থাকা
স্পর্শে ভালোবাসা,
তোর আর আমার।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন