শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

খোঁজ



খোঁজ
- যাযাবর জীবন

খাতা কলমের দিন শেষ হয়েছে
তবুও নেট এর বদৌলতে অনলাইনে থেকে
আজকাল সাহিত্যের চর্চা চতুর্দিকে;
কেও কবিতা লিখে
কেও গল্প
কেও ব্লগ
কেও বা শুধুই তার নিজের জীবনী,
ইদানীংকালে প্রায় সকলেই লেখক
সকলেই কবি
আর বাকি বাঁচোয়া কিছু প্রেমিক প্রেমিকা,
আজকাল প্রায় সকলেই সাহিত্যিক;
মানুষ কোথায়?
আমি সাহিত্য বুঝি না
দুটো মনের কথা বলার জন্য
আমি মানুষ খুঁজি।

তিনবেলা পেট পুজোর পরে
কিবা রাস্তাঘাট কিবা ঘরে
আজকাল রাজনীতির চর্চা চতুর্দিক;
অফিস আদালত আর বাড়ি ফেরার পথে
সিগারেটের ধোঁয়ায় কিংবা চায়ের কাপে
ইদানীং রাজনীতির তুবড়ি ছোটে
সবারই মুখ ফুটে,
এখনকার দিনে কেও বিএনপি
কেও আওয়ামীলীগ
আর সুশীলের ভাষায় বাকি বাঁচোয়া প্রায় সকলেই রাজাকার,
আজকাল সবাই রাজনীতিবিদ;
মানুষ কোথায়?
আমি রাজনীতি বুঝি না
দুটো মনের কথা বলার জন্য
আমি মানুষ খুঁজি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন