মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

অমিল


অমিল
- যাযাবর জীবন

আমার সাথে মিলবে না তোর কিছুতেই
না চিন্তায় না চেতনায়
না ভাবে না অনুভবে
না ভালোবাসায় না অনুভূতিতে;
তোর বেদনা আকাশ নীল
আমি ক্ষরণে দেখি লাল,
তুই শোকে কালো রঙ পরিস
আমার মনে প্রশ্ন, বৈধব্যের রঙ সাদা কেন?

আমার সাথে মেলে না কারো,
মিলবে না তোরও।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন