দাগ
- যাযাবর জীবন
সম্পর্ক কি আর সবার সাথে সমান হয়?
ভার্চুয়াল কিংবা বাস্তবে;
দাগ কাটতে পারে কজন হৃদয়ে?
পেছন ফিরলেই সবাই ঠোকর মারে
সাপ বিচ্ছুতে কখনো পথ কাটে, কখনো পা
একটু অসাবধান হলে,
এই তো মাত্র কিছুদিন আগে
বন্ধুত্বের রূপ ধরে
পেঁচিয়ে ছিল যারা সারা গা,
একটু বিশ্বাস করতেই গলায় চাপ অনুভব
স্বার্থের কালো হাতে
এরাও কিন্তু দাগ কাটে, হৃদয়ে;
অনেক কালো দাগের ভীরে
চক পাউডারে সাদা দাগ পড়ে হৃদয়ে
খুব মাঝে মাঝে
যখন তোর মত কেও আসে জীবনে;
অমাবস্যা হৃদয়ে দু একটি সাদা সম্পর্ক জ্বলজ্বল করে বলেই
বেঁচে থাকাটা সহনীয়
বাস্তবে কিংবা ভার্চুয়ালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন