মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

অন্ধত্ব



অন্ধত্ব
- যাযাবর জীবন

মনে কিছু কিছু পুরনো স্মৃতিদের ভিড়
কড়ানাড়া যাতনারা মনঘরে অস্থির;
ইন্দ্রিয়গুলোর কপাট করে দিয়ে বন্ধ
আমি একা বসে থাকি তোর তরে মনঘরে
উফফ! বড্ড গুমোট, দম বন্ধ
তালপাখা তোর হাতে ঘুড়েঘুড়ে নড়েচড়ে,
মনচোখ বুঁজে রেখে তোতে আমি অন্ধ
আমার মন বন্ধ, মন বন্ধ;

চোখ খুললেই ধ্বক করে চোখে চেনা মুখ
মন খুললেই তোর তরে ভালোবাসার অসুখ;
কিছু পুরনো স্মৃতি
কিছু না লেখা চিঠি
তোকে ভাবলেই তুই কবিতা
সাদা কালির আঁকিঝুঁকিতে ভরি সাদা খাতা,
ছাপা হতেই হবে এমন কি আছে কথা?
মুখে বললেই কি হয়ে যায় ভালোবাসা?
মনচোখ বুজে রেখেও আমি তোতে অন্ধ
আমার মন বন্ধ,
শুধু তোতে'ই
শুধুই তোতে
আমার মন বন্ধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন