ভাগাভাগি
- যাযাবর জীবন
শিহরণ তো চুম্বনেই জাগে, কিংবা কামে
প্রেমে তো শুধুই ক্ষরণ
দুমড়ে মুচড়ে ভেঙ্গেচুরে হৃদয়ে অশ্রু নামে;
কিছু মন ভেজে বৃষ্টিতে
আঁধারে জড়ায় রাত্রি
কারো চোখ ভেজে কান্নাতে
কেও ওপারের যাত্রী
পথের শেষ মাথায় এসে পথ ফুরিয়ে গেলে
আমার শবে কিছুদিন না হয় কাঁদবি
তারপর হাসি খেলায়, চাঁদ সূর্যে আবার ভালোবাসবি;
ভালোবাসার জন্মই হয়
হৃদয়ের চোরা ফাঁদে
জ্যোৎস্নারও মৃত্যু হয়
অমাবস্যার কালো চাঁদে
শিহরণ ছিল সেদিন সবই তোর
প্রেমটুকু দিয়েছিলি আমার ভাগে
সেদিনই আমারও মৃত্যু হয়েছিলো
আলোকিত জ্যোৎস্নার আগে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন