শনিবার, ৮ আগস্ট, ২০১৫

দুপুরের মন খারাপ


দুপুরের মন খারাপ
- যাযাবর জীবন

তপ্ত রোদে পুড়ছে দুপুর, মন তুই এবার ঘরে চল
মনটা আজ তোতে ভেজা, চাইছে মন তোর হাতের একফোঁটা জল;
আজ মন পুড়ছে তোতে, একবার তুই ঘরে আয়
হৃদয় উঠোন জুড়ে, শূন্যতার হাহাকার ছায়,
ঘরটা ঠিক তেমনি আছে, তুই ছাড়া বাকি আর সবই
খুব ইচ্ছে করছে তোকে ছোঁয়ার, একটু আমায় ছুঁবি?
রোদ পড়ে এসেছে, বিকেল হলো বলে; এবার তো তুই ঘরে চল
অন্ধকার নামার আগে, একবার তুই ভালোবাসার কথা বল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন