সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

কথা



কথা
- যাযাবর জীবন

নিত্যদিনের খাওয়া পরা আর ঘুম মিশে আছে অভ্যেসে
সাদাকালো স্বপ্ন রাতে ঘুমের আবেশে
তুই আসলেই স্বপ্নগুলো রঙ্গিন;
প্রতিদিন কিছু লিখতেই হবে এমন কোন কথা নেই
তবে প্রতিদিন তোকে ভালোবাসতেই হবে আমার
ঘুমে বা জাগরণে
কথা দিয়েছিলাম নিজেকে;

আমি কথা রাখতে জানি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন