অনুভব
- যাযাবর জীবন
অনুভূতি ভালো লাগার
অনুভব ভালোবাসার
সেদিনও যেমন ছিল
আজো আছে তেমনি,
আছিস তুই
এখনো বেঁচে আছি আমি;
মানুষ একই থাকে
শুধু বদলে যায় সময়
সময়ের সাথে সাথে বদলায় চাহিদা
শরীর ও মনের,
আর বদলায় মানুষের বাহ্যিক অবয়ব;
অনুভূতিগুলো একই রকম থাকে
একই রকম থাকে ভালোবাসার অনুভব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন