বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

প্রহরগুলো মনখারাপের



প্রহরগুলো মনখারাপের
- যাযাবর জীবন

দুপুরের এলোমেলো রোদে
গলা কষ্টগুলো কালো পিচের রাস্তায়
রেলের কু ঝিকের সাথে
ঘরে ফেরা পাখি বিকেলের ডানায়
বিষণ্ণতার ছায়া মনে সন্ধ্যে নামায়;
জেগে থাকে অন্ধকার
জেগে থাকি আমি
জাগে নির্ঘুম রাত;
খুব মাঝে মাঝে আমাদের সাথে সঙ্গী হয়
জ্যোৎস্না ও কিছু জোনাক।

তুই অন্ধকার হওয়ার পর থেকে
এখন আর কবিতা লিখতেও ভালো লাগে না।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন