শনিবার, ৮ আগস্ট, ২০১৫

ভালোবাসাবাসি



ভালোবাসাবাসি
- যাযাবর জীবন

প্রেম প্রেম গন্ধ তোর ঠোঁটের ফাঁকে ফাঁকে
হৃদয়ে ভালোবাসার বাসি গন্ধে রাতের প্রহর কাটে
কি আশ্চর্য! এখনো মনেতে প্রেম আসে?
তোর, আমার; দুজনারই দুজনাতে;
আমরা আজো কারণ ছাড়াই সারারাত জেগে থাকি
দুজনা দুজনাতে মেতে,
হ্যাঁরে!
আমাদের ভালোবাসার কত যুগ পার হয়েছে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন