বুধবার, ৫ আগস্ট, ২০১৫

সাধ



সাধ
- যাযাবর জীবন

পাখিই ওড়ে।
কে বলেছে উড়তেই হবে মানুষ'কে পাখি হয়ে
ডানা ভেঙ্গে,
ওপরে তাকালেই দেখা যায় আকাশ
উড়তে জানলেই কি আর চাঁদ ধরা যায়?

সাঁতার শেখার দরকার হয় না মাছেদের
পানি না খেয়ে মানুষ সাঁতার শিখেছে কবে?
তুই জলাধারের অর্ধেক খালি দেখিস
অর্ধেক ভরা অংশে আমার ডুব সাঁতার;
সবাই কি আর সাঁতার জানে?

প্রেমের নেশায় ভালোবাসার পানপাত্রে চুমুক দিতে চায় সবাই
প্রেম চাখে শুধুই প্রেমিকে
দহনে কিংবা মিলনে।

কিছু সাধ পুরণ হয় কিছু হয় না
জীবন থেমে থাকে না;
শুধু মানুষই পারে অতৃপ্তির স্বাদ নিতে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন