রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

নীল নীল বৃষ্টি




নীল নীল বৃষ্টি
- যাযাবর জীবন


হলুদ বিকেল ফ্রেমে বাঁধানো
মেঘ মেঘ সন্ধ্যের ডানা
নীল দেখি লালাভ আকাশে
মনের ফ্রেমে তুই;

কোকিল বাতাস বইলেই মন আনচান
সর্ষে পায়ে তোর খোঁজ
চড়ুই দিন উড়াল ডানায়
তুই কোথায়?
সন্ধ্যে নামছে মেঘ হয়ে
মনের ফ্রেমে তুই
বৃষ্টির রঙ নীল নীল
এবার তো আয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন