রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

অতল গহীন



অতল গহীন
- যাযাবর জীবন


চুমু মানেই যে ঠোঁট চুমু হতে হবে কে বলেছে?
তুই সামনে থাকলে
চা চুমুতেই আমার বেশ চলে যায়;

ভালোবাসা মানে শরীর জড়িয়ে থাকা নয়
ভালোবাসা হলো তুই, আমি আর অনুভব,
মাঝে মাঝে হঠাৎ একটু চোখের দেখা
একটু হাতে হাত
একটু আদর স্পর্শ
কিছু গল্প কথা
কিছু চুপ সময়
আর হৃদয়ে হৃদয়ে অনুভব,
মাঝে মাঝে টিস্যুতে আড়াল তোর চোখের জল
তারপর বিদায়ের সময় মন খারাপ
তোর, আমার দুজনারই;

এভাবেই বেশ চলে যায় দিন
ভালোবাসাবাসির দিন,
আমার মনে তুই কিন্তু প্রতিদিন, আর প্রতিদিন;

আচ্ছা!
আমার কথা কি তোর মনে আসে?
একবারের জন্য হলেও, প্রতিদিন;

কিছু প্রশ্নের উত্তর কখনোই জানা হয়ে ওঠে না,
নারীর হৃদয়, অতল গহীন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন