আয়, না রে! ভালোবাসি
- যাযাবর জীবন
আয়, না রে! ভালোবাসি;
আয়না'কে নয়
ওখানে আমার নিজেকে দেখতে
বড্ড ভয় হয়;
আয়না দেখি না কেন জানিস?
ওখানে লোভ
ওখানে লালসা
ওখানে রিপুর থাবা
আর স্বার্থের বাসা
ওখানে যত না ভালোবাসা তারচেয়ে বেশী ঘৃণা
ওখানে যত না আলো তার চেয়ে বেশী কালো
ওখানে বাস করে কাম আর ক্রোধ
ওখানে তাকালেই যত অন্ধকার বোধ
ওখানে আমারই চেহারা চির পরিচিত, চির চেনা
কিন্তু আয়নায় তাকালেই আঁতকে উঠি আমি
কে রে ওটা ওখানে?
আমার নিজের কাছেই সে বড্ড অচেনা!
আয়নায় দেখি মনের যত কালো, আমারই
আয়না অন্ধকারের কথা কয়
আয়, না রে! তোকে ভালোবাসি;
আয়না'কে নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন