রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

পরস্পর বিরোধী স্বত্বা



পরস্পর বিরোধী স্বত্বা
- যাযাবর জীবন


প্রায়শই দুটি মানুষ দেখি
আমার মাঝে;

একজন ভালো
আরেকজন কালো
একজন হৃদয়বান
আরেকজন হৃদয়হীন
একজন দয়ার্দ্র
আরেকজন নিষ্ঠুর,
একই শরীরে পরস্পর বিরোধী
দু-মেরুর দুটি মানুষ
আমারই ভেতরে;

দিনের আমি আর রাতের আমির ফারাক বিস্তর
ফারাক আয়নার এপারের আমি আর ওপারের আমির মাঝে
মাঝে মাঝে যখন চেহারা থেকে পর্দা সরে যায় আমি নিজেই আঁতকে উঠি নিজেকে দেখে;
রিপুর কদর্যতা আয়নায় ভেসে ওঠে;
এত বীভৎস রূপ মানুষের হতে পারে?
এত পরস্পর বিরোধী বিপরীত স্বত্বা বোধহয় শুধু আমারই আছে
মাঝে মাঝে আমি আঁতকে উঠি আয়না দেখে;

তোমরা শুধু আমার বাইরের আবরণটুকুই দেখেছ দিনের সূর্যালোকে
ভাগ্যিস অমাবস্যা আমার রাতের চেহারাকে ঢেকে রাখে,
আমি তো নিজেই ভয় পাই প্রায়শই আমার কদর্য রূপ দেখে;

আমি কি মানুষ না দানব? বড্ড জানতে ইচ্ছে করে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন