কখন তাকালি চোখে
- যাযাবর জীবন
কখন তাকালি চোখে?
কত কত কথা
কত শত ব্যথা
কত সূর্য তারা খুশি
কত চাঁদ জ্যোৎস্না হাসি
কত রাতকালো দুঃখ
কত আষাঢ় শ্রাবণ কান্না
কত গল্প কবিতা কাব্য
দুচোখে রয়ে আছে জমা,
কখন তাকালি রে?
চোখে তো মন লেখা থাকে
কেও পড়তে পারে কেও বোঝে না,
তুই সব পড়ে ফেলেছিস?
আচ্ছা!
বলতো দেখি
তোর নাম কোথায় লেখা;
মেঘ মেঘ অশ্রু দেখেছিস?
খুব ভালো করে চোখ চেখে দেখ
সাগর কত কত লোনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন