আমার আকাশে তুই
- যাযাবর জীবন
সূর্য তো প্রতিদিনই ওঠে, পূবাকাশে
তুই কি একদিন উঠবি আমার আকাশে?
সকাল হয়ে;
চাঁদ তো আকাশেই ওঠে, চাঁদের রাতে
তুই কি একদিন উঠবি আমার আকাশে?
জ্যোৎস্না হয়ে;
বৃষ্টি তো প্রায়শই নামে, মেঘ হলে
তুই কি একদিন নামবি আমার বুকে?
কান্না হয়ে;
আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি তোর আসার
সকাল, বিকেল, সন্ধ্যে কিংবা রাতে
একদিন তো আয়!
যে কোন উছিলায়
যে কোন প্রহরে,
আলো না হয় অন্ধকার হয়ে
মেঘ না হয় বৃষ্টি হয়ে
জ্যোৎস্না না হয় অমাবস্যা হয়ে
হাসি না হয় কান্না হয়ে
যে কোন সময়ে
যে কোন রূপে;
আমি তো অপেক্ষাতেই থাকি
অলস অপেক্ষায়,
তোর আসার;
যে কোন সময়ে
যে কোন রূপে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন