আকাশ গাড়ি
- যাযাবর জীবন
গাংচিল নীলাকাশে
পাহাড়ে ঝর্না
সমতলে নদী
ভোরের রাঙা আকাশ
আরও কত কি!
তুই কোথায়?
সূর্যোদয়ে কফির কাপ হাতে তোকে ভাবছি
কফির ঠোঁটে একা চুমু খেতে ভালো লাগে?
কত প্রেম রয়ে গেছে বাকি;
তুই কোথায়?
আকাশ গাড়িতে উড়তে যাচ্ছি,
মেঘ ধরতে;
তুই কোথায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন