ভার্চুয়াল কফি
- যাযাবর জীবন
আজ সকালটা অন্যরকম,
কফির কাপে;
নেটের এপারে আমার কফি চুমুক
নেটের ওপার থেকে তোর ঠোঁট চুমু
হোক না ভার্চুয়ালে
অনুভব তো মনে মনে;
কোন এক দিন আমরা ঠিক সামনাসামনি বসব
কফির কাপ হাতে
টেবিলের দুপাশে
চোখে চোখে,
একটাই কফির কাপ থাকবে দুজনার মাঝে
মাত্র এক কাপ কফি তাতে
তারপর কাপের কফি শেষ হতেই
দু-জোড়া ঠোঁট
চুমু পান ঠোঁটে ঠোঁটে;
কেন চুমু খেতে চাস ভার্চুয়ালে?
ঠোঁট বাড়ালেই আমি তোর মনের অন্তরালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন