উল্টো পথ
- যাযাবর জীবন
ভাবনা যখন পূর্ব পশ্চিম
বাস্তব চলে উত্তর দক্ষিণ
জীবন চলায় ওপর নিচ
ছায়ার মত আগে পিছ
রাত যখন চোখের ভেতর
সূর্য তখন মাথার ওপর
দিবাস্বপ্নে জ্যোৎস্না যখন
কড়া রোদে পুড়ছি তখন
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
আলো আধার ওপর নিচ
সৃষ্টিকর্তার ললাট লিখন
সংসার দারুণ বিষ
মানুষ মাত্রই স্বপ্ন দেখে
চন্দ্র সূর্য আকাশ ঘুরে
আগুন দেখে ডানার ভরে
পিপীলিকার পাখা পুড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন