সঙ্গী
- যাযাবর জীবন
একলা আকাশ
একলা সূর্য
একলা আমি
তৃষ্ণার্ত কাক;
রৌদ্র তুমি রেগেছ কেন?
নীল পুড়ে গেছে আকাশের
বড্ড গরম লাগছে আমার;
আজ রোদ কেমন সঙ্গী হারা
মেঘগুলো যে কোথায় লুকিয়েছে!
আকাশ ঢাকবে কিসে?
ও বাতাস তুই চুপ কেন রে?
ঘামগুলো একটু শুকিয়ে দে না!
শরীর জুড়বো তুই আসলে;
আজ সঙ্গীহীন বাতাসেরও মন খারাপ
মেঘ লুকিয়েছে পাহাড়ের ওপাশে
আয় না রে মেঘ! বৃষ্টি হতে;
কেও নেই ডাকে সাড়া দেয়ার
ভ্যাপসা গরমে আমি একা
আর মনখারাপের একলা বিকেল,
জানালার পাশে একলা একটা কাক বসে
সেই সকাল থেকে ডেকেই যাচ্ছে তারস্বরে কা কা,
তারও কি সঙ্গী হারিয়েছে?
আচ্ছা! আমার সঙ্গী কোথায়?
উত্তর নেই মনের কাছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন