অচেনা অনুভব
- যাযাবর জীবন
অনুভূতিগুলো খুব চেনা চেনা
তবুও বড্ড অচেনা;
এতই সোজা! ভালোবাসা চেনা;
এই যে স্পর্শ
হাতে হাতে
ঠোঁটে ঠোঁটে
শরীর শরীরে
ভালো লাগায় বিহ্বল
এগুলো সবই তো ধরা ছোঁয়ার বাইরে
আর ভালো লাগার অনুভব,
তোমরা নাম দিয়েছ ভালোবাসা
আচ্ছা! ভালোবাসা ধরতে পার কি?
এতই সোজা!
ভালোবাসা ধরা;
তুই আমায় ছুঁয়েছিস শরীর ছুঁয়ে ছুঁয়ে
মন ছুঁয়েছিস কি?
শুধু তো শরীরই ধরেছিস
মন ধরা এত সহজ!
এতই সহজ! ভালোবাসা ধরা;
আমি কিন্তু তোকে ছুঁই নি
শরীরে ধরি নি তোর,
যখন গভীর রাত
যখন সবাই গভীর ঘুমে
যখন তুই ঘুম-স্বপ্নে
আমি চুপটি করে তোর মন ছুঁয়ে দিয়ে এসেছি,
কখনো মনে এসেছে কি?
প্রতিদিন ঘুম ভেঙেই কেন আমায় খুঁজিস;
শরীর ছুঁয়ে ছুঁয়ে প্রেম
মন ছুঁয়ে ছুঁয়ে আমি
ধরা ছোঁয়ার বাইরের এক অনুভূতি
আমি জানি
খুব ভালো করেই জানি
তোর কাছে ভালোবাসা মানেই আমি;
আমার কাছে?
কিছু অনুভব না হয় রইলোই অজানা!
এতই সোজা! ভালোবাসা চেনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন