সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

নিয়ে যায় জীবন



নিয়ে যায় জীবন
- যাযাবর জীবন


ওখানে যেতে চাই নি আমি
নিয়ে গিয়েছে মন
এখানে আসতে চাই নি আমি
নিয়ে এসেছে জীবন;

ওখানে উঁচু উঁচু সবুজ পাহাড়
গাছে গাছে লাল শিমুলের বাহার
এখানে পাকা ধানের ক্ষেত, মাটির সোঁদা গন্ধ চারিধার;
ওখানে পাথর ভাঙে ঝর্ণা
এখানে নদী ভাঙে পাড়
ভাঙনের সম্পর্কে আমি কার, কে আমার?

আমি কোথাও যেতে চাই না, নিয়ে যায় মন
আমি কোথাও থামতে চাই না, থেমে যায় জীবন;
একদিন আমিও থেমে যাব মাটির দেশে
আর মাটিতে বিলীন হব মাটিতে মিশে
প্রাণ ভরে সেদিন মাটির সোঁদা গন্ধ নিস
আমায় ভালবেসে কিংবা না বেসে।





সবুজের নানা রঙ



সবুজের নানা রঙ
- যাযাবর জীবন


সবুজের কত কত রঙ
সবুজের সমারোহ
আধো আঁধার অপরূপা
রাত্রি বড্ড কালো;

আমি অন্ধকার দেখেছি
দেখেছি অন্ধকারে আলো
বহু বহুদূরের অধরা এক রমণী
তাকে বড্ড বাসি ভালো;

ঐ দূরে অন্ধকার
ঐ দূরে আলো
এই যে কাছের আমি
রাতের মত কালো;

বহু বহু দূরে তুই
অনেক অনেক আলো
যেদিন আমি থাকব না
সেদিন বাসিস ভালো।





দু কলম কবিতা



দু কলম কবিতা
- যাযাবর জীবন


বেশি কিছু চায় নি বালিকা
চেয়েছিল দু কলম কবিতা;

আমি তাকে দিতে চেয়েছিলাম আমাকে
সে বললো তার অনেক কিছু আছে,
বললাম, অন্তত একটি চুমু?
মুচকি হেসে বললো
কেন ভেজাতে চাও দূরে বসে বসে?

আচ্ছা! ইচ্ছে করলেই কি কবিতা হয়?
দূরে থেকে কতই বা আর ভালোবাসা হয়!
একবার বুকের খাঁচায় কান পেতে শোন
ভালোবাসা কারে কয়;

তুই দু লাইন কবিতা চেয়েছিলি
তোকে ছাড়া কি কবিতা হয়?



সবুজ দুপুর



সবুজ দুপুর
- যাযাবর জীবন


ওখানে নিস্তব্ধতা ছিল আর সবুজ দুপুর
এখানে বুকের ভেতর মন, শান্ত পুকুর
এখানে একদিকে ধূসর বালু, আমার মত
ওখানে চারিদিকে গভীরতা, ভালোবাসা যত;

ওখানে যেতে চাই নি আমি
নিয়ে গিয়েছিস তুই
ওখানে পাহাড় পাহাড়
আমি তোর কেও নই,
ঐ দূরে চেয়ে দেখ, কুয়াশা কুয়াশা
মন খারাপের মেঘ
আমার পায়ে পায়ে ঝর্ণা
আর তোর ভালোবাসার বেগ;

ওখানে ঐ পানির গভীরে দেখ!
কেমন শ্যাওলা শ্যাওলা, সবুজের সাথে মিশে
আমার মাঝে গভীরতা কই?
ধূসর হয়েছি তোকে ভালোবেসে।






একজন স্বপ্নকন্যার সাথে স্বপ্নকথন



একজন স্বপ্নকন্যার সাথে স্বপ্নকথন
- যাযাবর জীবন


অনেক দিন দেখা হয় নি
দেখতে ইচ্ছে করছে খুব;

তুমি তো ডাক না;

ডাকি তো;

মনে মনে ডাকলে আমি শুনতে পাই না তো;

তুই যে কান দিয়ে শুনিস, তাই মনের ডাক শুনতে পাস না;

তুমি শুনতে পাও?

আমি মুখের ডাক কানে শুনি
মনের ডাক মনে;

ইশশ, তাইলে ভালোবাসা বোঝ না কেন?

কে বললো বুঝি না? তুই যখনই আমায় মনে করিস আমি তখনই তোর মনে;

থাক, আর ভোলাতে হবে না, চলো আজ দেখা করি গোধূলি বিকেলে;

উঁহু, আজ পূর্ণিমা
চল চাঁদের আলোয় ডিনার করি, ছাদ বিহারে;

না গো, আজ কিছু খেতে ইচ্ছে করছে না,
শুধু দেখা করব, চোখের দেখা;

তাহলে মোমের আলোয় এক কাপ চা? চুমুর সাথে?
এটাতে অন্তত না করিস না;

ওপাশ থেকে উত্তর আসে না;

অনেকক্ষণ অপেক্ষার পর ঘুমের চন্দ্রপুকুরে সূর্যের আলো ঢিল ছুড়তেই চোখ খুলে উঠে বসলাম,
কোথায় তুই?
শূন্য ঘরে আমি একা
জানালায় বাতাসের ঝাপটার গুনগুন
আমার কানে বাজছে,
চা চুমু, চা চুমু, চা চুমু;

মাঝে মাঝে অদ্ভুত স্বপ্নগুলো জ্যোৎস্নার হাহাকারে মাখানো থাকে।




এই আছি এই নেই



এই আছি এই নেই
- যাযাবর জীবন


সেদিন আমি অনেক কেঁদেছিলাম
তোমরা সবাই হেসেছিলে মন খুলে,
একদিন আমিও অনেক হাসব একা
তোমাদের আকুল কাঁদিয়ে;

জীবন মৃত্যু দুটোই খুব অদ্ভুত
তাই না?
এই আছি তো এই নেই
কেও জানি না।




ইচ্ছে করছে দেখতে তোকে



ইচ্ছে করছে দেখতে তোকে
- যাযাবর জীবন


আজ খুব দেখতে ইচ্ছে করছে তোকে
কত কত দিন হয়ে গেছে বল তো! দেখি নি তোকে;

একটু চেয়ে দেখ চারিদিকে,
গাছে গাছে কেমন আগুন লেগেছে
পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়া লাল হয়ে আছে;
তোর মনে লাল লাগে না?
বড্ড কেমন হয়ে গিয়েছিস ইদানীং
হিজাবে নিজেকে ঢেকে রেখে,
আচ্ছা! আমার সামনে আসলে কি চেহারায় নেকাব টানবি?
দেখব কিভাবে তোকে?
চুমু খেতে দিবি? আগের মত করে;

দুপুর বেলাটা বড্ড খারাপ সময়
কোন কারণ ছাড়াই মন খারাপের বৃষ্টি নামে
মনের ডালে ভাবের চালে;

কোথায় জানি একটা কোকিল ডাকছে
হবে হয়তো আমারই মত কোন এক পাগল কোকিল;
জানিস! কোকিলটাকেও আমার বড্ড ঈর্ষা হচ্ছে
কুহু কুহু ডেকে ডেকে ঠিক খুঁজে নেবে তার সঙ্গিনীকে,
আর আমি?

কোকিলের মত কণ্ঠ কই রে আমার?
তোকে গান শোনাতে,
খাঁ খাঁ দুপুর রোদে
মনে মেঘ নিয়ে আমি ভাবতে থাকব তোকে
আর একা একা জপতে থাকব,

ইচ্ছে করেছে
বড্ড ইচ্ছে করছে
দেখতে তোকে।




ভালোবাসা শেখা হলো না




ভালোবাসা শেখা হলো না
- যাযাবর জীবন


সূর্য উঠলেই দিবস
সূর্য ডুবলেই রাত্রি,
তবুও কেও কেও মেতে ওঠে বিশেষ দিবসে, হয়ে অবশ;

ভ্যালেন্টাইন - ভালোবাসা দিবস,
কি এক অদ্ভুত নামই না দিয়েছ তোমরা!
কি সব অদ্ভুত কাণ্ড কারখানাতেই না মেতে থাক সার দিন ব্যাপী!

ফুলওয়ালা, গিফট শপগুলোর রমরমা ব্যবসা
খাবার দোকানগুলোতে গিজগিজে ভিড়
বিশেষ কিছু হোটেলে তো এ দিনে কামরা পাওয়াই ভার,
প্রেমিকার পোয়াবারো
প্রেমিকের পকেটে ছুড়ি,
সারাদিন বেলেল্লাপনা আর নানা ছুতোয় শরীর ছোঁয়াছুঁয়ি;

যত না ভালোবাসা
তার থেকে বেশী লোক দেখানো মাতামাতি,
কত নতুন প্রেমিক প্রেমিকা
কত নতুন নতুন জুটি!
তবে আজকাল বেশির ভাগই দেখি
এর ওর বৌ এর সাথে
এর ওর জামাই এর অশ্লীল ছোটাছুটি,
আর দিবসের উছিলায় শরীর ছোঁয়াছুঁয়ি;

সারাদিন ব্যস্ত ভ্যালেন্টাইন পার করে
রতি ক্লান্ত দুজন ঘরে ফেরে, দু দরজা দিয়ে
বাতি নিভিয়ে সারাদিনের ভ্যালেন্টাইন মনে মনে
অথবা ক্লান্ত দুচোখে ঘুম জড়িয়ে আসে, দুজন দুপাশ ফিরে;
মধ্যে কোলবালিশ, একা একা ভালোবাসার কথা বলে,
কি সুন্দর ভালোবাসা! বিশেষ এক দিবসে;

আরে বাবা! প্রেমের আবার বিশেষ দিন আছে না কি?
নাকি দিবসের দরকার হয় ভালোবাসতে হলে?
শরীরে শরীর নামতেই হয়? ভালোবাসা নামক বিশেষ এক দিবসে?
কই? আমার তো প্রতিদিনই ভ্যালেন্টাইন,
মনে মেতে তোতে তোতে;

আমি বোধহয় ভালোবাসাই শিখি'নি রে!







প্রেমের চোখে সর্বনাশ




প্রেমের চোখে সর্বনাশ
- যাযাবর জীবন


প্রকৃতিতে ফাগুন
গাছে গাছে আগুন,
চারিদিকে প্রেমিক প্রেমিকার পাগল পাগল মাতামাতি
শরীরের ভাষায় মনে হয় ভাদ্রমাস

কোথায় প্রেম?
তাদের চোখে চোখে শুধুই সর্বনাশ




চাঁদের ডানা




চাঁদের ডানা
- যাযাবর জীবন


সেদিন সকালে উড়েছিলাম
ডানায় রোদ মেখে
আর মন তোতে তোতে

আজ উড়লাম রাতে
ডানায় অন্ধকার মেখে
মন ঠিক তোতে তোতে

কত আর ওড়াবি বল?
উড়তে উড়তে আকাশ
উড়তে উড়তে নীল
উড়তে উড়তে রাত
চোখ স্বপ্নিল;

একবার তুইও আয় আমার সাথে
দুজন একসাথে উড়ি
ডানায় ভালোবাসা মেখে
একবার না হয় চুমু খাব পাখির ঠোঁটে
তারপর রাতভর ভালোবাসাবাসি করব
ডানায় জ্যোৎস্না মেখে......





পরিধি ছুঁয়ে ছুঁয়ে



পরিধি ছুঁয়ে ছুঁয়ে
- যাযাবর জীবন


- কি করছিস ভোর সকালে?
– সূর্যের অপেক্ষা, তুমি কি করছ?
- আলোর অপেক্ষা;
- সে তো একই হলো,

- না রে, এক হয় কিভাবে?
সূর্য তো একটা বিন্দুমাত্র, বৃত্ত আলোকিত করে,
তুই কেন্দ্রে চেয়ে থাকিস, আমি পরিধি খুঁজি
তুই চাঁদ দেখিস, আমি চাঁদনি
তুই ভালোবাসা দেখতে চাস, আমি অনুভব করি;

তুই আমাকে পেতে চাস, হাতে ছুঁয়ে ছুঁয়ে
একবার আমার হৃদয়ে ঢুকেই দেখ না!
ডুবে যাবি তোতে তুইময় হয়ে।




আয়না ভালোবাসা



আয়না ভালোবাসা
- যাযাবর জীবন



আয়নার এপাশে আমি
ওপাশে তুই
বড্ড ইচ্ছে করে
একটু তোকে ছুঁই

আয়নার এপাশে অন্ধকার
ওপাশে জ্যোৎস্না
হাত বাড়িয়েও
তোকে ছোঁয়া হলো না

আয়নায় কার প্রতিবিম্ব?
অস্পষ্ট ধোঁয়া ধোঁয়া
নীল নীল ভালোবাসায়
হলো না তোকে ছোঁয়া

রাত গভীর হয়
আয়না কথা কয়
এখানে অন্ধকার
শুধুই হতাশার

আমি আয়নায় দেখি তোকে
আয়নায় ভালোবাসি
আয়নায় তোকে এঁকে এঁকে
আয়নার কবিতা লিখি

একদিন দেখিস
ঠিক ঢুকে যাব আয়নায়
তোকে জড়িয়ে নেব
আয়না ভালোবাসায়



আন্তরিকতায় তুই



আন্তরিকতায় তুই
- যাযাবর জীবন


একটা তুই নামের আন্তরিকতা
একটা তুমি তে কোথায়?
একটা তুই এর সাথে ভালোবাসা
একটা তুমি তে কোথায়?
তুই আমার তুই'ই
ভালোবাসা আর ভালোবাসায়.....

আয় বিলীন হ সাগরে কিংবা আমাতে
আমার মত ভালোবেসে,
দেখি কে কতটা ডুবতে ভাসতে পারে নীলে
ভালোবাসায় ভালোবেসে.....




অসীম সীমিত



অসীম সীমিত
- যাযাবর জীবন


দিন থেকে একটু সরে রাত
সূর্য ঢেকে রাখে চাঁদ
আলোর খুব কাছে অন্ধকার
মাঝে সন্ধ্যার হাহাকার
ভালোবাসার উল্টো পাশেই ঘৃণার বাস
ঈর্ষায় প্রেমের সর্বনাশ
জীবন আর মৃত্যুর ফারাক কত?
কেন অহংকার আর দাম্ভিকতা এত এত?

ক্ষুধার সীমা নেই, পেটের ও চোখের
অথচ পেটে আঁটে কতটুকু?
সীমা নেই লোভের, স্বার্থের
সম্পর্ক? সে আবার কি!
সীমা নেই ভালোবাসা কিংবা ঘৃণার
অথচ একটু জড়িয়ে ধরা, একটি চুমু
ভালোবাসার এক পৃথিবী;

চাহিদা অসীম
অথচ সীমিত জীবন রেখা
চোখ খুলে রাখা আর ঘুমিয়ে যাওয়া, চিরনিদ্রায়;
তাহলে কেন বিভাজন?
কেনই অহংকার আর দাম্ভিকতা?
সুন্দর জীবন? একটু সহনশীলতা।




সবুজ পাথর




সবুজ পাথর
- যাযাবর জীবন


পাথরেও সবুজ ধরে
হোক না শ্যাওলা
তবুও তো সবুজ
জড়িয়ে পাথরে অবুঝ অবুঝ,
তুই ভালোবাসায় নীল
বুকের ভেতর
আমি ভেতরে বাইরে
শুধুই ধুসর;

নীল জড়ায় না ধুসরে কখনো
তবুও কেন জড়িয়ে রেখেছিস আমায়,
এত ভালোবেসে এত ভালোবাসায়?





একটি দুটি তুই আমি



একটি দুটি তুই আমি
- যাযাবর জীবন


একটি দুটি তুই আমি
একটি দুটি আকাশ পাখি
একটুখানি মনের খাঁচায়
ভালোবাসার অচিন পাখি

একটি দুটি কথায় কথায়
অনেকখানি অভিমান
অভিমানে বিচ্ছেদ
ভালোবাসার অপমান

একটি দুটি তুই আমি
অনেক ভালো বেসেছিলাম
বিচ্ছেদে দুজন দুদিক
সেদিন উড়ে গিয়েছিলাম

একটি দুটি পাখির ডানায়
কত পথ উড়ে চলা
পেছন পেছন ভালোবাসা
ডানায় করে উড়ে চলা

একটি দুটি তুই আমি
যতই করি অভিমান
ভালোবাসা বুকের ভেতর
দুজনারই একই সমান

একটি দুটি তুই আমি
চল এবার এক হই
অভিমান উড়িয়ে দিয়ে
ভালোবাসার কথা কই......



একদিন উড়াল ডানায়



একদিন উড়াল ডানায়
- যাযাবর জীবন


একদিন উড়ালডানা আমার
একদিন ভালোবাসা তোর
একদিন মিলেছিলাম দুজন
ভালোবাসা কান্না হলো তোর.....

তারপর পথ বেঁকেছিল
আর মন কবিতার প্রহর.....

আরেকবার চল উড়ি একসাথে
তুই আমার হয়ে, আমি তোর......




বাসে বাসে একদিন



বাসে বাসে একদিন
- যাযাবর জীবন


দীর্ঘ রাস্তা
ভাঙাচোরা
কোথাও সরল সোজা কোথাও আঁকাবাঁকা
তুই, আমি আর বাসের চাকা;

সন্ধ্যে নেমে আসতেই বাসের ভেতর অন্ধকার
চাদরের ভেতর হাতে রাখলি হাত
বাহুতে নাকের ঘষা,
আমি সরে বসতে যেতেই আরও ঘন হয়ে আসলি;

উল্টো দিন থেকে ক্ষণে ক্ষণে গাড়ির হেডলাইটের আলো
তোর চোখে তাকাতেই চমকে উঠলাম আমি

কামনা লিখা থাকে চোখে
কাম মনে
উত্তাপ বোঝে প্রেমিক

ইশশ! আগে জানলে পুরো বাসটাই রিজার্ভ করে নিতাম,
কিছু কিছু রাত না হয় স্বপ্ন-বাসর;

রাস্তা পিষ্ট হচ্ছে বাসের চাকায়
নিদারুণ ঘর্ষণ মাথার ভেতর
অনুভবে আর অনুভবে

একদিন দেখিস, ঠিক এক হব দুজনে......


রোদের ডানায় পাখি




রোদের ডানায় পাখি
- যাযাবর জীবন


পাখির ডানায় রোদ
রোদের ডানায় পাখি
আমার ডানায় তুই
তোর মনে আমি
তোকে নিয়ে মন-উড়াল
অনেক দূরে তুই

তোর কান্না সাগর
আমার নীলাকাশ
তুই কান্নায় ভাসিস
আমার উড়ে চলা
চোখে স্বপ্ন মনে তুই
ভালোবাসার কথা বলা

একদিন ভালোবাসতে বাসতেই অনেক দূরে উড়ে যাব আমি
ফিরে না আসলে কান্নায় ডুববি তুই
তারপর আকাশ আর সাগর মিশে যাবে নীলে
ঐ বহু বহু দূরে

নীল তো ভালোবাসারই রঙ
তাই না রে?