সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

ইচ্ছে করছে দেখতে তোকে



ইচ্ছে করছে দেখতে তোকে
- যাযাবর জীবন


আজ খুব দেখতে ইচ্ছে করছে তোকে
কত কত দিন হয়ে গেছে বল তো! দেখি নি তোকে;

একটু চেয়ে দেখ চারিদিকে,
গাছে গাছে কেমন আগুন লেগেছে
পলাশ, শিমুল আর কৃষ্ণচূড়া লাল হয়ে আছে;
তোর মনে লাল লাগে না?
বড্ড কেমন হয়ে গিয়েছিস ইদানীং
হিজাবে নিজেকে ঢেকে রেখে,
আচ্ছা! আমার সামনে আসলে কি চেহারায় নেকাব টানবি?
দেখব কিভাবে তোকে?
চুমু খেতে দিবি? আগের মত করে;

দুপুর বেলাটা বড্ড খারাপ সময়
কোন কারণ ছাড়াই মন খারাপের বৃষ্টি নামে
মনের ডালে ভাবের চালে;

কোথায় জানি একটা কোকিল ডাকছে
হবে হয়তো আমারই মত কোন এক পাগল কোকিল;
জানিস! কোকিলটাকেও আমার বড্ড ঈর্ষা হচ্ছে
কুহু কুহু ডেকে ডেকে ঠিক খুঁজে নেবে তার সঙ্গিনীকে,
আর আমি?

কোকিলের মত কণ্ঠ কই রে আমার?
তোকে গান শোনাতে,
খাঁ খাঁ দুপুর রোদে
মনে মেঘ নিয়ে আমি ভাবতে থাকব তোকে
আর একা একা জপতে থাকব,

ইচ্ছে করেছে
বড্ড ইচ্ছে করছে
দেখতে তোকে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন