সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

সবুজ পাথর




সবুজ পাথর
- যাযাবর জীবন


পাথরেও সবুজ ধরে
হোক না শ্যাওলা
তবুও তো সবুজ
জড়িয়ে পাথরে অবুঝ অবুঝ,
তুই ভালোবাসায় নীল
বুকের ভেতর
আমি ভেতরে বাইরে
শুধুই ধুসর;

নীল জড়ায় না ধুসরে কখনো
তবুও কেন জড়িয়ে রেখেছিস আমায়,
এত ভালোবেসে এত ভালোবাসায়?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন