সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

চাঁদের ডানা




চাঁদের ডানা
- যাযাবর জীবন


সেদিন সকালে উড়েছিলাম
ডানায় রোদ মেখে
আর মন তোতে তোতে

আজ উড়লাম রাতে
ডানায় অন্ধকার মেখে
মন ঠিক তোতে তোতে

কত আর ওড়াবি বল?
উড়তে উড়তে আকাশ
উড়তে উড়তে নীল
উড়তে উড়তে রাত
চোখ স্বপ্নিল;

একবার তুইও আয় আমার সাথে
দুজন একসাথে উড়ি
ডানায় ভালোবাসা মেখে
একবার না হয় চুমু খাব পাখির ঠোঁটে
তারপর রাতভর ভালোবাসাবাসি করব
ডানায় জ্যোৎস্না মেখে......





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন