সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

একদিন উড়াল ডানায়



একদিন উড়াল ডানায়
- যাযাবর জীবন


একদিন উড়ালডানা আমার
একদিন ভালোবাসা তোর
একদিন মিলেছিলাম দুজন
ভালোবাসা কান্না হলো তোর.....

তারপর পথ বেঁকেছিল
আর মন কবিতার প্রহর.....

আরেকবার চল উড়ি একসাথে
তুই আমার হয়ে, আমি তোর......




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন