দু কলম কবিতা
- যাযাবর জীবন
বেশি কিছু চায় নি বালিকা
চেয়েছিল দু কলম কবিতা;
আমি তাকে দিতে চেয়েছিলাম আমাকে
সে বললো তার অনেক কিছু আছে,
বললাম, অন্তত একটি চুমু?
মুচকি হেসে বললো
কেন ভেজাতে চাও দূরে বসে বসে?
আচ্ছা! ইচ্ছে করলেই কি কবিতা হয়?
দূরে থেকে কতই বা আর ভালোবাসা হয়!
একবার বুকের খাঁচায় কান পেতে শোন
ভালোবাসা কারে কয়;
তুই দু লাইন কবিতা চেয়েছিলি
তোকে ছাড়া কি কবিতা হয়?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন