সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

আন্তরিকতায় তুই



আন্তরিকতায় তুই
- যাযাবর জীবন


একটা তুই নামের আন্তরিকতা
একটা তুমি তে কোথায়?
একটা তুই এর সাথে ভালোবাসা
একটা তুমি তে কোথায়?
তুই আমার তুই'ই
ভালোবাসা আর ভালোবাসায়.....

আয় বিলীন হ সাগরে কিংবা আমাতে
আমার মত ভালোবেসে,
দেখি কে কতটা ডুবতে ভাসতে পারে নীলে
ভালোবাসায় ভালোবেসে.....




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন