সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

সবুজ দুপুর



সবুজ দুপুর
- যাযাবর জীবন


ওখানে নিস্তব্ধতা ছিল আর সবুজ দুপুর
এখানে বুকের ভেতর মন, শান্ত পুকুর
এখানে একদিকে ধূসর বালু, আমার মত
ওখানে চারিদিকে গভীরতা, ভালোবাসা যত;

ওখানে যেতে চাই নি আমি
নিয়ে গিয়েছিস তুই
ওখানে পাহাড় পাহাড়
আমি তোর কেও নই,
ঐ দূরে চেয়ে দেখ, কুয়াশা কুয়াশা
মন খারাপের মেঘ
আমার পায়ে পায়ে ঝর্ণা
আর তোর ভালোবাসার বেগ;

ওখানে ঐ পানির গভীরে দেখ!
কেমন শ্যাওলা শ্যাওলা, সবুজের সাথে মিশে
আমার মাঝে গভীরতা কই?
ধূসর হয়েছি তোকে ভালোবেসে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন